Type Here to Get Search Results !

একটি প্রেম

 একটি প্রেম

ব্যর্থ লেখক
অতিরিক্ত ভালবাসতে জানা মানুষগুলো তারা কখনো ভালবাসা পায় না।
কয়েক কোটি বছর অপেক্ষা থাকে একটি মনের মানুষের জন্য...
এদের ভালোবাসা আসে যায় কখনো বা দুয়ারে থমকে দাঁড়ায়।
ভালোবাসা তো আসে
কিন্তু মনের মানুষ আসে না।
ভালোবাসা হলো চোরাজলের মতো একবার নামলে বোঝা যায় এর গভীরতা কতটা।
কেউ বা নেমে মুক্ত খোঁজে কেউ বা খোঁজে শুকতারা।
যদি তুমি কাউকে সত্তিকারের ভালোবাসো তাহলে তাকে মনের মনিকোঠায় যত্নে রেখো।
যত্ন ছাড়া টবের গাছেও ফুল ফোটে না।
ভালোবাসায়!..বিচ্ছেদ শোকের স্মৃতি গুলো বড়োই অদ্ভুত,
এরা মরিচার চেয়েও মনকে বেশি ক্ষয় করে।