ফিরে এসেছে আবার,
আমার প্রিয়া;
আজ দুঃখের অবসানে
সুখের কাদনে
কাঁদে মোর হিয়া।
এসো মোর জীবনলতা
দুজনে বলব কথা,
বলা হয়নি যা;
দুজনার বুকেতে
যে ব্যাথা উঠেছিল নিশীথে
আজ স্মরণ করব তা।
ওই দুটি সুকোমল হাতে
বনলতার ন্যায় আমারে,
ধর তুমি জড়ায়ে।
জীবন হতে তোমারি
একটু খানি সুধা সঞ্চারি'
এ হদয় দাও ভরায়ে।
তব কোমল শুভ্র হাসে
রূপরশ্মি বেরিয়ে আসে
রয়েছে তাতে সংগীত তরঙ্গ;
মধুর সে ধ্বনিতে
এ হৃদয় তন্ত্রী আছে শুধু কাঁপিতে,
সুরে সুরে দোলে প্রতি অঙ্গ।
আজ নদীতে উঠেছে বান
বাতাসে বাজে গান
জ্যোৎস্না রয়েছে অম্লান;
এ অন্তর দিয়া
বুঝে নিলাম প্রিয়া
এ যে তোমারি প্রেমের দান।
আজ কেবলি পড়ে মনে
কি মোরা ফেলে এসেছি পিছনে,
সেই অন্ধকার দিন।
দুজনার জীবনপ্রদীপ
হয়েছিলো ক্ষীণ।
হৃদয়ের বেদনার সুর
ঝরেছিলো চির ব্যাথাতুর
দুটি চোখে।
প্রলয়ের উন্মত্ত সিডর
হয়ে আরো তীব্রতর
হেনেছিলো বুকে।
জলধির মহা কল্লোল
জাগিয়ে তুলে হিল্লোল,
রুদ্র খরবেগে।
তলহীন গহীন অতলে,
কূলহীন দিগ্বিদিকে।
তারপর আরো বহুদিন
দুজনে ছিলাম আলোহীন
ঘোরালো আধাঁরে,
একদিন জানিনা কি কারনে
স্নেহ জাগিল দেবতার মনে
টেনে নিলো দুজনারে।
এলাম এই খেলাঘরে
গোধূলি-লগ্নের দেশে;
খুজে পেয়ে জীবনতল
সুখে নয়ন পল্লবে আসে অশ্রুজল
আজ বেদনার পরিশেষে।।