Type Here to Get Search Results !

সকাল বেলার কাঁচা রোদের

 

সকাল বেলার কাঁচা রোদের মতো

সকাল বেলার কাঁচা রোদের মতো
তুমি আসো,

আলোকিত করো আমাকে!

সোনা ঝরা রোদ্দুরে গুটিগুটি পায়ে

আমি এগিয়ে যাবো;

অরন্য জানবে, কোনো মানবী তাঁর দেহে-

রোদ ছুঁয়েছিলো খুব আদরে__

রোদ্দুর নিয়ে পথে-পথে বুনেছিলো

কোমলতম চরণ চিহ্ন!

জানুক কিছু বেনামি বাতাস,

তুমি আসো, সকাল বেলার ফুরফুরে কবিতার মতো!