Type Here to Get Search Results !

ঘৃণা হয় নিজের প্রতি

 








ছিঃ! ঘৃণা হয় নিজের প্রতি।

আমার বড় লোভ,

আমি বড্ড লোভী।

তোমার ভালোবাসায় আমার মন ভরেনা,

আমার আরো ভালোবাসা চাই।

তাই এতোটা কষ্ট পাই!

ছিঃ! ঘৃণা হয় নিজের প্রতি।

আমি কি করে এতোটা বেহায়া হতে পারি?

আমি বারবার তোমার কাছেই ফিরে যাই,

তুমি সেই আগের মতোই রয়ে যাও।

নির্লজ্জের মতো তবু তোমাকেই চেয়ে যাই,

তাই এতোটা কষ্ট পাই!

ছিঃ! ঘৃণা হয় নিজের প্রতি।

আমি আজো বুঝলামনা 

আমার লাভ ক্ষতি,

তাই কষ্ট পাই এতো বেশি!

তোমায় ভাবতে গিয়ে 

আমার দু-চোখ বুজে যায়!

তোমার স্পর্শে

আমার হৃদ-কম্পন বেড়ে যায়!

তোমার চাহনিতে

আমার মায়া পড়ে যায়! 

এ জনমে হয়তো আর তোমায় ভুলা হবেনা।

হয়তো আর তোমার প্রেমের তৃষ্ণা মিটবেনা।

আমি চির পিপাসিতোই রয়ে গেলাম!

তবু তোমারি থেকে গেলাম।

আমি আর আমার হতে পারলামনা!

পুরোপুরি ভাবে তোমারি রয়ে গেলাম।

আমি যে তোমার তুমি বুঝলেনা!

আমি যে তোমার