প্রতিদিন কত স্বপ্ন আসে
প্রতিদিন কত স্বপ্ন আসে এই শহরে
হাজারো স্বপ্ন ভাসে কনক্রিটের দেয়ালে
কতো স্বপ্ন মরে যায় প্রতিদিন
এই শহরে সবার অগোচরে
এই শহরে মুষলধারে কষ্ট নামে
এই শহরে বিষন্নতার কুয়াশা ঝরে
ব্যস্ত দিনের শেষে গভীর রাতে
স্মৃতির শিশির জমে হাজারো চোঁখের কোণে
বুকের গহীনে নিরব স্পন্দনে
স্বপ্ন ভাঙার কষ্ট রাতভর দীর্ঘশ্বাসে ঝরে এই শহরে
এই শহরের পথের ধুলোয়
মিশে থাকে হৃদয় ভাঙ্গা হাজারো টুকরো
ছড়িয়ে আছে আরও কতো শত
মরে যাওয়া ভালোবাসার গল্প
এই শহরের নিয়ন আলোয়
নিভে যায় কতো নাম না জানা প্রদীপের আলো
এই শহরের রংবেরঙের আকাশে
কতো শত কাব্য ভাসে নিরবে
প্রতিদিন কতো জীবনের গল্প
অসমাপ্তই থেকে যায় অবশেষে
ব্যর্থ জীবনের গল্প
এই শহর কি কখনো মনে রাখে ?
কবিতা: এই শহরে
লেখক:- অচেনা একটি মানুষ