প্ৰিয়
আপনাকে ভালোবাসার পিছনে আমার কোনো নির্দিষ্টতা ছিলো না
ঠিক কোন তারিখ থেকে
ভালোবাসতে শুরু করেছি?
ক্যালেন্ডারের পাতায় মোটা কলমে দাগ টানা নেই!
আমার নিজস্ব ডায়েরির কোনো চিহ্ন রাখা পাতায় পেলাম না-
কোন মাসের ,কোন দিনটা ছিলো।
প্রথম কোনদিন,'ভালোবাসি' বলেছি!
ভালো বাসতে-বাসতে ,
'ভালোবাসি' বলেছি,
না 'ভালোবাসি' বলতে-বলতে ভালোবেসেছি তার আখ্যা ব্যাখার কোন নোট নেই আমার কাছে।
'ভালোবাসি' তা বলেই ভালোবাসায় জড়িয়ে ছিলাম।
এমনটাও বোধগম্য নয়!
তবে ভালোবাসলাম কি করে?
এমন বিব্রতকর প্রশ্নের কোনো উত্তর আমি জানি না।
ভালোবাসা হয়েছে বলেই ভালোবেসেছি।
এর চেয়ে দূর্লভ জবাব আমার কাছে নেই!
এতো শত ভেবে কে কাকে ভালোবেসেছে?
ভালোবাসা তো এমন প্রবল নেশা;
যা,না জানিয়েই
আপনা-আপনি জীবনে এসেছে।
কবিতা~ব্যাখ্যা নেই
লেখনঃ অচেনা একটি মানুষ