ইংলিশ শিখতে চাই, কিন্তু কোথা থেকে, কিভাবে শিখাটা শুরু করবো?
এটা একটা কমন প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে।
আপনি যতই দুর্বল হোন না কেন, যদি সঠিক গাইড লাইন পান এবং সেটা মেনে চলেন তাহলে অবশ্যই শিখতে পারবেন।
কিভাবে, কোথা থেকে শুরু করবেন, অনেকেই বলে প্রথমে Tense শিখার জন্য, কিন্তু না, এটা করবেন না।
প্রথমেই Tense কিংবা গ্রামারের চক্করে পরবেন না, এমনকি প্রথমেই Sentence বানাতেও যাবেন না, প্রথমে sentence এর বেইজ বানানো শিখবেন, ঠিক যে রকম একটা বিল্ডিং বানাতে গেলে আমরা প্রথমে বেইজ বানাই, Sentence এর ক্ষেত্রেও একই রকম।
কিভাবে বেইজ বানাবেন, প্রথমে বিভিন্ন Person থেকে ৮টা Person বেঁচে নিলাম, যেমন, I- আমি, We- আমরা, You- তুমি, You- তোমরা, He- সে, She- সে, They- তারা, It- এটা।
এখন এই ৮টা পারসোন এর সাথে Verb এর প্রথম সারির শব্দগুলো বসিয়ে Sentence এর বেইজ বানাতে পারি, যেমন, I go- আমি যাই, We go- আমরা যাই, You go- তুমি যাও, You go- তোমরা যাও, He goes- সে যায়, She goes- সে যায়, They go- তারা যায়, It goes- এটা যায়।
৮টা পারসোনের প্রত্যেকটার সাথে বিভিন্ন Verb বসিয়ে দ্রুততার সাথে প্রাক্টিস করবেন, এতে করে দুইটা কাজ হবে, প্রথমত, মুখের জড়তা কাটবে এবং Verb সাথে কখন s/es যুক্ত করতে হয় সেটাও ক্লিয়ার হয়ে যাবে।
বেইজ বানানো শিখার পর কিভাবে এটাকে বড়/লম্বা করে পুর্নাঙ্গ একটা sentence বানানো যায় সেটা শিখবেন।
সেক্ষেত্রে আমরা Infinitive মেইকার হিসেবে to এর ব্যাবহার শিখবো, যেমন, To+verb, Not to+verb.
আমরা জানি, Eat অর্থ খাওয়া, তাহলে 'খেতে' ইংলিশ হবে To eat, না খেতে- Not to eat.
বাংলা Verb এ তে/র যুক্ত শব্দ থাকলে ওইটার ইংলিশ করতে Verb এর আগে To বসে।
যেমন, Learn- শিখা, To learn- শিখতে বা শিখার।
অামি চেষ্টা করি- I try
শিখতে- To learn
তাহলে, আমি শিখতে চেষ্টা করি- I try to learn.
এভাবে লম্বা করা শিখবেন।
তারপর, Verb+ing এর ব্যাবহার শিখবেন।
যেমন, Eat- খাওয়া, Eating- খেয়ে, Do- করা, Doing- করে।
ভাত খেয়ে- Eating rice
সে অফিসে যায়- He goes to office
ভাত খেয়ে সে অফিস যায়- Eating rice he goes to office.
এগুলো হচ্ছে very basic, এগুলো ভালো করে না শিখে সরাসরি Tense শিখতে গেলে আপনার অনেক সমস্যা হবে।
আর সব থেকে বড় কথা হচ্ছে নিয়মিত চর্চা করা। নিয়মিত চর্চা না করলে কোনো কিছুতে সফল হওয়া যায় না। তাই নিয়মিত চর্চা করতে হবে।