Type Here to Get Search Results !

Verb কেইপ্ৰকাৰ আৰু কি কি ?

 


Verb প্রধানত দুই প্রকার। যথা :

✪ Finite Verb

✪ Non finite Verb


Finite Verb (সমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা বাক্যের বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ পায় এবং Subject অনুযায়ী number/person অনুসারে রুপ পরিবর্তন হয় তাকে Finite Verb বলে।

যেমনঃ Azad works in a bank.

They respect the teacher very much.

উপরের উদাহরনে লক্ষ্য করুন, Azad (subject) third person singular number হওয়ায় work (verb) এর সাথে s যুক্ত হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে They Plural হওয়ায় verb এর সাথে s/es যুক্ত হয়নি।


✪ Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে। এটা কখনো main verb হয় না ও এ Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না

যেমনঃ I come home walking.

He gives me to eat.

I want sakib to act as club secretary.

উপরের উদাহরণে লক্ষ্য করুন, Subject (I) পরিবর্তন হলেও Walking (verb) টি পরিবর্তন হবে না। এখানে walking শব্দটি Non-finite Verb,

একইভাবে দ্বিতীয় বাক্যে to eat ও তৃতীয় বাক্যে to act ও Non-finite Verb.


Shortcut Tips- 1

✪ Finite Verb- Shows tense, person & number

✪ Non-finite Verb – Does not shows tense, person & number


Shortcut Tips- 2

৩টি কমন structure যা থাকলে অবশ্যই Non-finite Verb হবে।

✪ To + V1= To go.

✪ v + ing (except continuous tense)

✪ v3 (except perfect tense)

>> এ ৩টি ব্যতিত সব finite verb.


Finite Verb দুই প্রকার। যথা :

1. Principal Verb

2. Auxiliary Verb


1. Principal Verb (প্রধান ক্রিয়া) :

যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়াই নিজেই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ও ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।

Example :

They play in the field (তারা মাঠে খেলে)


Principal Verb আবার দুই প্রকার।

যথা : Transitive Verb (সকর্মক ক্রিয়া) ও Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :


✪ Transitive Verb (সকর্মক ক্রিয়া)

যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।

Example :

The baby is drinking milk.

শিশুটি দুধ পান করছে

I have bought a book.

আমি একটি বই কিনেছি

✪ Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :

যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।

Example :

The man died.

(লোকটি মারা গিয়েছিলো)

He went.

সে গিয়েছিল।


2. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :

Auxiliary Verb কে সাহায্যকারী Verb বলা হয়। Sentence এ ব্যবহৃত যে সব Verb Principal Verb কে সহায়তা করে, সেসকল Verb কে Auxiliary Verb বলে। Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।.

Auxiliary Verb এর তালিকা :

am, is, are, was, were, be, being, been, have, has, had ইত্যাদি।

Example:

I am watching TV.

He has bought a smartphone.


✪ Modal Auxiliaries:

Modal Auxiliaries মূল Verb এর অর্থকে প্রভাবিত করে ও ক্রিয়া সম্পাদনের জন্য যে Auxiliaries ব্যবহার হয় সেসবকে Modal Auxiliaries বলে।

Modal Auxiliaries এর তালিকা: Can/could, may/might, shall/should, will/would, must, dare, need, ought to, used to, have to, be going to, be to, would rather, had better ইত্যাদি.

Example:

I can speak English

Could you help me to solve the problem?

It may rain today.

নিয়মিত পোস্ট পেতে চাইলে লাইক , ফলো ও শেয়ার করে সাথেই থাকুন। আর ইংরেজি বিষয়ক পোস্ট নিয়মিত চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম। ধন্যবাদ।