পবিত্র রমাদান মাস জুড়ে যেই তাসবীহগুলো সর্বদা অধিক পরিমানে পাঠ করা যেতে পারে তার একটি সংক্ষিপ্ত লিস্ট উপস্থাপণ করা হলো
আপনারা সবাই নিয়মিত তাসবীহগুলো পাঠ করবেন এবং তাসবীহগুলো কপি করে সংগ্রহ করে রাখবেন। মহান আল্লাহ তা'য়ালা ১ বার তাসবীহ পাঠ করার বিনিময়ে ৭০০ গুন পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন ইন শা আল্লাহ
🔸 “সুবহা-নাল্ল-হ”
🔹 “আলহামদুলিল্লাহ”
🔸 “লা~ ইলাহা ইল্লাল্ল-হ”
🔹 “আল্ল-হু আকবার”
🔸 “সুবহা-নাল্ল-হি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা- ইলাহা ইল্লাল্ল-হু ওয়াল্ল-হু আকবার”
🔹 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী”
🔸 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী, সুবহা-নাল্ল-হিল 'আঊযীম”
🔹 “সুবহা-নাল্ল-হিল 'আঊযীম ওয়াবিহামদীহী”
🔸 “আস্তাগফিরুল্ল-হ”
🔹 “আস্তাগফিরুল্ল-হাল্লাযি লা- ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহিল 'আলিয়্যিল 'আঊযীম”
🔸 “লা হাওলা ওয়ালা 'ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ্”
🔹 “লা- ইলাহা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকালাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাইইন ক্বদির”
🔸 “ইয়া রব্বি লাকাল হামদু কামা- ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া 'আঊযিমি সুলতনিক”
🔹 “আল্ল-হুম্মা আংতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবা-রকতা ইয়া- যাল জালা-লী ওয়াল ইক্বরম”
🔸 “আল্ল-হুম্মা আজিরনী মিনান নার”
🔹 “আল্ল-হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা, ওয়া না'ঊজুবিকা মিনান নার”
🔸 “আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ”
🔹 “আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ”
🔸 আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
🔹 “ওয়াস সলাতু ওয়াস সালামু 'আলা রসূলিল্লাহ”
🔸“সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম”
🔹 “ক্বুলহুওয়াল্ল-হু আহাদ, আল্ল-হুস সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ”, প্রতি ১০ বার পাঠ করার ফলে জান্নাতে ১ টি করে বাড়ি নির্মান করা হবে। [হাদীস সম্ভার- ১৪৪৮]
🔸 “আল্ল-হুম্মা ইন্নাকা 'আফুউঊন কারী-ম, তুহিব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী”
🔹 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী 'আদাদা খলক্বিহী, ওয়ারিদ্ব- নাফসিহী, ওয়াযিনাতা 'আরশিহী, অমিদা-দা কালিমা-তিহ্”
🔸 “আল্ল-হুম্মা আ'ইন্নি 'আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি 'ইবাদাতিকা”
🔹 “রদ্বীনা- বিল্লাহি রব্বা-, ওয়াবিল ইসলামি দ্বীনা- ওয়াবি মুহাম্মাদিন রসূলা-”
🔸 “আল্ল-হু আকবার কাবীরন ওয়ালহামদুলিল্লাহি কাছিরন ওয়া সুবহা-নাল্ল-হি বুকরতাও ওয়া আছিলা”
🔸 '“আল্ল-হু আকবার আল্ল-হু আকবার, লা~ ইলাহা ইল্লাল্ল-হু, ওয়াল্লহু আকবার আল্লহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ”
🔹 “আল্ল-হুম্মাগফিরলী ওয়ালিল মুসলিমীন, আল্ল-হুম্মাগফিরলী ওয়ালিল মু'মিনীন”।
বাংলায় উচ্চারণের ক্ষেত্রে এই [ ' ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ - ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।
উপরোক্ত তাসবীহগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ